As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6875

যাকাত

প্রকাশকাল: 4 Apr 2024

প্রশ্ন

আমার শরিয়া ব্যাংকে ডিপিএস একাউন্টে বিভিন্ন হিসাবে আগের  বছর   ২০ লক্ষ টাকা আছে, একই হিসাবে   এই   বছর  ২৩ লক্ষ টাকা আছে, আগের বছর ২০ লক্ষ টাকার যাকাত দিয়েছে,  এবার কি  তিন লক্ষ টাকার যাকাত দেবো,  না কি ২৩ লক্ষ টাকার যাকাত দিব?

উত্তর

তেইশ লক্ষ টাকার যাকাত দিতে হবে। প্রতি বছর যাকাত দেয়ার সময় যত টাকা আপনার মালিকানায় থাকবে সব টাকার উপর যাকাত দিতে হবে।