আসসালামু আলাইকুম হযরত;
আমি একজন থেকে দুই লক্ষ টাকা পাই। বিগত তিন বছর ধরে ঘুরতেছি। সে দিবেনা তাও বলেনা; কিন্তু টাকা ব্যবস্থা করেও দিতে পারছেনা। এমতাবস্থায় আমি ও আমার পরিবার খুব পেরেশানীতে আছি। তাই আমার জিজ্ঞাসা হল, সুন্নাহ অনুযায়ী কিভাবে আমি আল্লাহর কাছে এই পেরেশানীর বিষয়ে বলব এবং পেরেশানী থেকে মুক্তি পেতে পাব? কিভাবে দোয়া করব? আর নামাজে সিজদাহরত অবস্থায় কি নিজের আকুতি বলা যাবে, যদি বলা যায় সেটা কি নফল নামাজগুলোতে নাকি ফরজ নামাজের সিজদাহতেও বলা যাবে? তখন কি সুবহানা রাব্বিয়াল আলা বলে তারপর আমার আকুতিগুলো বলব?