As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6868

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Apr 2024

প্রশ্ন

বাংলাদেশের এক মানুষ আমেরিকাতে গিয়ে ব্যবসা করে,  স্ত্রীর সন্তান সবাই ছিল।  লোকটির টাকা ব্যাংকে জমা রাখছিল ২০০-৩০০ কোটি টাকা, হঠাৎ করে লোকটি মারা যায়, বাংক এই লোকটার আত্মীয়-স্বজন কাউকে খুঁজে পায় নাই,  টাকাটা দিবে কারে?  এই টাকা সরকার ভোগ করতে চাচ্ছিল।

আমি এ টাকা নিয়ে নিজের জন্য খরচ করব এবং দান করব তাহলে কি কোন সমস্যা আছে?

আমি কিন্তু তার কেউ না,  তাকে আমি চিনি না।

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি কীভাবে সেই টাকা  তুলতে পারবেন বোধগম্য নয়। তবে সরকার ভোগ করার থেকে আপনি তুলে খরচ করা, দান করা অবশ্যই উত্তম। সম্ভব হলে সেটা করবেন। তবে আপনার জন্য সবচেয়ে ভাল হলে ঐ টাকা পুরোটা দান করা। দান করার ক্ষেত্রে আপনার যাতায়াতসহ যাবতীয় খরচ ঐ টাকা থেকে নিতে পারেন। কোন দাতব্য প্রতিষ্ঠানও করতে পারেন। যদি শিক্ষা প্রতিষ্ঠান করার সুযোগ থাকে তাও করতে পারেন। যেহেতু বড় অঙ্কের টাকা সুতরাং সেভাবে চিন্তা করবেন।