As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6867

যাকাত

প্রকাশকাল: 2 Apr 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

আমি একজন ছাত্র, আমার কিছু অর্থ জমানো আছে। যেটা নিসাব পরিমান সম্পদ হবে।

আমার ছোটভাই একজন দ্বীনি ছেলে, সে পড়াশোনা করে৷ আমার বাবা একজন ঋনগ্রস্থ,  তার পক্ষে আমার ছোটভাইয়ের পড়াশোনার খরচ চালানো সম্ভব হয়ে ওঠে না। আমি ছোটভাইকে খরচ দেয়ার চেষ্টা করি।আমি যদি আমার যাকাতের অর্থ টা আমার ছোটভাইকে পড়াশোনার খরচ চালানোর উদ্দেশ্যে প্রদান করি, সেক্ষেত্রে কি আমার যাকাত আদায় হবে!?

 

উত্তর

ওয়া আলাইকুমস সালাম। জ্বী, আপনার যাকাত আদায় হবে।  আপন ভাইকে যাকাতের অর্থ দেয়া যায়।