As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6864

ফিতরা

প্রকাশকাল: 2 Apr 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

আমি খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে চাই, আমাদের বাড়িতে মানুষ ৪ জন, ধরেন আমার বাবা তিনিই দেবেন, এখন আমরা যদি চাই আমরা চারজন মানুষ চার রকম ফিতরা দেব, কেও চাল, কেও আটা, কেও ডাল এই রকম তাহলে কি শুদ্ধ হবে কিনা? তাহলে এক জিনিস দেওয়ার থেকে আলাদা জিনিস পেল সে। জাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, দিতে পারেন। এক সা’ তথা সাড়ে তিন কেজির মত খাদ্য দিবেন একটি ফিতরা হিসেবে।