আসসালামুআলাইকুম, আমি বেশিরভাগ বিষয়ে হানাফী মাজহাবের অনুসরণ করি, কিছু কিছু আমল যেগুলো ডাইরেক্ট হাদীসে বর্ণিত আছে সেগুলো মানতে গিয়ে দেখা যায় হানাফী মাজহাবে ওই আমলের ইখতিলাফ রয়েছে। যেমন রফুল্ ইয়াদায়েন, সাহু সিজদা, 1 রাকাত বিতর এরকম কিছু বিষয়।এখন আমাদের ইমাম সাহেব আমাকে বললেন যে হানাফী মাজহাব মানতে গেলে পুরোপুরি মানতে হবে নাহলে মানা যাবে না। এখন আমি কি করবো?