As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6855

পবিত্রতা

প্রকাশকাল: 1 Apr 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।  আমার প্রশ্ন আমার স্ত্রী মিন্স হয়েছে আজ ১০-১২ দিন এ অবস্থায় এখনো ওনার ব্লাড অনবরত যাচ্ছে, তাহলে কি সে রোজা রাখতে পারবে এবং কোরআন শরীফ পাঠ করতে পারবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাসিকের সর্বোচ্চ সময় ১০ দিন। যদি ১০ দিনের পরও রাক্ত দেখা যায় তাহলে অভ্যাস অনুযায়ী  প্রতি মাসে যে কয় দিন মিন্স বা মাসিক হয় এ মাসেও সে কয় দিন মাসিক ধরে তারপর থেকে নামাম-রোজা শুরু করবে। যেমন আগে প্রতি মাসে ৬ দিন হতো তাহলে এ মাসেও ৬ দিন মাসিক ধরে সপ্তম দিন থেকে নামায-রোজা শুরু করবে। আর ১০ দিনের মধ্যে রক্ত বন্ধ হলে রক্ত বন্ধ হওয়ার পর থেকে রোজা-নামায করবে।