As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6853

তারাবীহ

প্রকাশকাল: 1 Apr 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। তারাবির নামাজে আখেরি বৈঠকে ইমাস সাহেব ভুলে দারিয়ে যাওয়ার পর মোক্তাদিগন লোকমা দেয়ার পর  সাহেব নামাজ ৪ রাকাত আদায় করে সিজদায়ে সাহু আদায় করেন। এ ক্ষেত্রে সহিহ বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায আদায় হয়ে গিয়েছে। সুন্নাত-নফল নামায এক সালামে চার রাকআত পড়তে কোন সমস্যা নেই।