As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6852

ইতিকাফ

প্রকাশকাল: 1 Apr 2024

প্রশ্ন

একজন ছাত্র কি ইতিকাফ অবস্থায় তার দুনিয়াবি পড়ালেখা করতে পারবে?

উত্তর

ই’তিকাফ করতে হবে ইবাদতের উদ্দেশ্যে।  অন্যান্য কাজ থেকে বিরত হয়ে আল্লাহ তায়ালার ইবাদতে মগ্ন থাকা ই’তিকাফের মূল মূখ্য উদ্দেশ্য। সুতরাং অন্যান্য কাজ থেকে বিরত থাকতে হবে ই’তিকাফের মূল উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে। লেখাপড়া নিষিদ্ধ নয়, তবে সেটা যেন ইবাদাতকে ব্যহত না করে।