As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6849

জায়েয

প্রকাশকাল: 27 Mar 2024

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
আমি একজন শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ আমাদের কোন অভাব রাখেননি। সুন্দর মধ্যবিত্ত পরিবার। আল্লাহ্‌ আমাদের অর্থনৈতিকভাবে ভাল রাখছেন (আলহামদুলিল্লাহ)। আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সবসময় কিছুনা কিছু টাকা থাকে।
১। আমার এমন কিছু বন্ধু আছে যারা প্রায় নিয়মিত ভাবেই আমার থেকে টাকা ধার নেয়। আমিও থাকলে কখনও দিতে অস্বীকৃতি জানাইনা।
২। তারা এই টাকা নেয়ার সময় বলে ২-৫ দিনের জন্য বা ৫-৭ দিনের জন্য নিচ্ছে। বা অনেক সময় একটা নির্দিষ্ট সময়ের কথা বলে টাকা নেয়।
৩। কিন্তু তারা কখনই তাদের এই বলা সময়ের মধ্যে টাকাটা ফেরত দেয়না। অনেক সময় ৫-৭ দিনের স্থানে ১-২ মাসের বেশি সময় হয়ে যায়। তখন আমি একরকম বাধ্য হয়ে বলি ”টাকাটা আমার প্রয়োজন”, সে যেন দিয়ে দেয়। অথচ আমার কাছে ওই টাকাটা ছাড়াও অতিরিক্ত টাকা থাকে।

এখন আমার প্রশ্ন হল- আমি’যে একরকম বাধ্য হয়ে মিথ্যা বলে টাকাটা আদায় করি এতে কি আমার গুনাহ হবে ? বা এই ঋণ দেয়ার যে সওয়াব সেটা থেকে বঞ্চিত করে আল্লাহ আমার উপর নারাজ হবেন না তো ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তাদের উচিত নির্দিষ্ট সময়ে টাকা পরিষোধ করা। তাদের থেকে টাকা আদায় করাও একটা প্রয়োজনের অন্তর্ভূক্ত। সুতরাং এমন বললে আশা করি মিথ্যা হবে না। তবে অন্য কৌশলী শব্দ যদি ব্যবহার করে টাকা আদায় করতে পারেন তাহলে সেটা আরো উত্তম।