আসসালামুয়ালাইকুম, আমার ২টা প্রশ্ন দয়াকরে উত্তর দিবেন। ১. আমরা স্বামী স্ত্রী ২ জনেই ইনকাম করি, আমাদের কি আলাদা আলাদা কোরবানি দিতে হবে নাকি আমাদের পক্ষ থেকে একটা বা এক ভাগ কোরবানি করলে হবে? যদি আমরা ২ ভাগ করতে চাই সেক্ষেত্রে শরীয়ত সম্মত হবে কিনা?
২. নামাজে দাড়ানো অবস্থায় যখন ইমাম সূরা পড়েন প্রায় সময় আমার মৃত্যুর কথা মনে পড়ে, আল্লাহর সামনে যাওয়ার মত তেমন কোন আমল যে আমার নাই, আল্লাহ্ যে নিয়ামত দিচ্ছেন তার সঠিক শুকরিয়া যে আদায় করতেছিনা এইসব কথা মনে চলে আসে, মাঝে মাঝে দেখি আমার লাশ কবরে নামানো হচ্ছে। তখন চোখে পানি চলে আসে এবং নামাজে দাড়ানো অবস্থায় মনে মনে আল্লাহর কাছে নিজের জন্য এবং পরিবারের জন্য গোনাহ মাফ চাই। এইভাবে গোনাহ মাফ চাওয়া কি আমার উচিৎ হচ্ছে নাকি এইটা শয়তানের কোন ধোঁকা?