As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6844

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

বর্তমান প্রচলিত ব্যাংক ব্যাবস্থায় ব্যাংকে টাকা জমা রাখলে সুদ নেয়াই লাগে। বিকল্প হিসাবে ইসলামি ব্যাংক থাকলেও তাদের কার্যক্রম ও প্রচুর সন্দেহজনক। নিশ্চিত করে বলা যাচ্ছেনা যে তারাও সুদ মুক্ত।  এমন অবস্থায় সুদ থেকে বাচতে কি করণীয়? আমি চাচ্ছিলাম টাকা ব্যাংকে রেখে সুদ না খেয়ে ক্রিপ্টোকারেন্সিতে রেখে দিতে। যদিও এতে করে সুদ থেকে বাঁচা গেলেও হারাম থেকে বাচা হয়না। বাধ্য হয়ে যদি টাকা কোথাও রাখতেই হয় তাহলে কি ব্যাংকে রেখে সুদের চেয়ে কি ক্রিপ্টোকারেন্সি রাখাতে কম গুনাহ হবে? উল্লেখ্য যে, আমি ক্রিপ্টেকারেন্সিতে বিনোয়গ করে বাড়তি ইনকাম করার আশায় সেখানে টাকা রাখবো না। নির্দিষ্ট কিছু মুদ্রা আছে যেগুলো কিনে রাখলে সেগুলো খুব একটা দাম উঠানামা করেনা এবং আমেরিকান ডলারের প্রায় সমান দাম থাকে। এগুলো ছাড়াও বিকল্প কোনো পথ থাকলে জানাবেন। জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ব্যাংকে টাকা রাখবেন, সুদ বা মুনাফা অসহায় মানুষদের সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। ক্রিপ্টোকারেন্সি ঝুঁকিপূর্ণ এবং অধিকাংশ দেশে অবৈধ মুদ্রা হওয়ার কারণে এর যে কোন প্রকারের লেনদেন অবৈধ। ক্রিপ্টোকারেন্সি থেকে বিরত থাকবেন, আপনি ও আপনার টাকা নিরাপদে থাকবে।