As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6837

জায়েয

প্রকাশকাল: 24 Mar 2024

প্রশ্ন

পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর বিধান কি?

উত্তর

পশ্চিম তথা কাবা শরীফের দিকে পা দেওয়াকে এই দেশের মানুষ ভাল চোখে দেখে না, কাবার সম্মানে তারা ঐ দিকে পা দেয় না। সুতরাং বিনা প্রয়োজনে কাবার দিকে পা দিয়ে বিতর্কিত হওয়অর প্রয়োজন নেই। তবে না-জায়েজ নয়।