আমার প্রশ্ন হচ্ছে যে আজকে ১১তম রোজা । আমার বয়স ২০ বছর এবং অবিবাহিত । সকালে ঘুমের মধ্যে আমার সপ্নদোষ টাইপের অবস্থা হয় কিন্তু বীর্যপাত হওয়ার সময় আমার ঘুম ভেংগে যায় । আমি উঠে দেখা মাত্রই পরিষ্কার হয়ে নিয়ে ফরজ গোসল করে নিয়েছি । যেহেতু আমার মাসআলা জানা আছে যে রোজা ভেঙে যায় না সপ্নদোষ এ। কিন্তু আজকে স্বপ্নে কাম্য ভাবের উদ্রেক হলেও বীর্যপাত এর সময় আমি জেগে গিয়েছি।
তাহলে কি আমার রোজা ভেঙে গিয়েছে ? নাকি আমার রোজা টা অক্ষত রয়েছে ?
যদি ভেঙে যায় তাহলে আমার করণীয় কি? আমি না পারবো ৬০দিন রোজা রাখতে আবার না পারবো ৬০ জন মিসকীনকে খাওয়াতে ।