As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6821

যাকাত

প্রকাশকাল: 23 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম । ১। যাকাতের টাকা কি বেনামাজি নিকট আত্মীয়কে দেয়া যাবে???

২। মেয়ে কি যাকাতের টাকা দিয়ে তার বাবার ঋণ শোধ করতে পারবে???

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাত মুসলিমদেরকে দিতে হয়। নামায না পড়লে সে মুসলিম থাকে কিনা সে বিষয়ে কথা আছে। সুতরাং প্রকৃত মুসলিমদেরকে যাকাত দিবেন। ২। না, মেয়ে নিজের বাবাকে যাকাতের টাকা দিতে পারবে না। সুতরাং তার ঋনও শোধ করে দিতে পারবে না।