As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6818

হালাল হারাম

প্রকাশকাল: 21 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।
১। আমার খালু ব্যাংকে চাকরি করতেন আর এখন তার অবসরে প্রাপ্ত টাকা ব্যাংকে জমা রেখে সুদ গ্রহণ করেন। আমার বাবা মাঝে মাঝেই তার কাছ থেকে টাকা ধার করেন। এমন ব্যাক্তির কাছে টাকা ধার করা কি জায়েজ হবে? আমার বাবা ধার করলে কি আমি তা থেকে কিছু  গ্রহণ করতে পারব? সন্তানের জন্য কি তা হালাল হবে?
২। আমার এক নানু আমাকে কিছু টাকা হাদিয়া দিয়েছেন দেওয়ার সময় তিনি বলেছেন “জামা- কাপড় কিনবে” এখন এ টাকা যদি আমি অন্য খাতে ব্যায় করি তবে কি তা গুনাহের কাজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন হারামে লিপ্ত ব্যক্তিদের এড়িয়ে চলা উচিৎ। যাতে তারা তাদের কৃতকর্ম সম্পর্কে সতর্ক হয়। সুতরাং তার থেকে টাকা ধার নেয়া জায়েজ হলেও অনুচিৎ কাজ। ২। জামা কাপড় কেনাই ভালো। অন্য কাজে লাগালে গুনাহ হবে, এরকম না।