As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6816

শিরক-বিদআত

প্রকাশকাল: 21 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমার মনে অনেক শিরকি আর কুফুরি চিন্তা আসে।এগুলো আমি ইচ্ছে করে করি না কিন্তু এগুলো আসতেই থাকে। মনের মধ্যে এই শিরকি চিন্তা আসলে করণীয় কি?এই চিন্তা আসলে কি ঈমান চলে যাবে?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। সব সময় কোন কাজে ব্যস্ত থাকবেন। অলস সময় কাটাবেন না, এতে করে এই সব বাজে চিন্ত বেশী আসে। এই চিন্ত আসলে ‘আউযুবিল্লাহি… রাজীম’ বেশী বেশী পড়বেন। আল্লাহর কাছে এই সমস্যা সমাধাণের দুআ করবেন।