As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6812

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 Mar 2024

প্রশ্ন

নামাজের মধ্যে পর্নোগ্রাফির দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠে, এমন কোনো আমল কি আছে যেটা করলে এই বাজে দৃশ্যগুলি চোখের সামনে না আসে?

উত্তর

প্রথম কাজ হলো পর্নোগ্রাফি দেখা বন্ধ করা। দেখা বন্ধ হলে এগুলো আর চোখের সামনে আসবে না। বন্ধ করার উপায় হলো এ্যান্ড্রুয়েড মোবাইল ব্যবহার না করা। কষ্ট হলেও এই মহামাপ থেকে বেঁচে থাকার স্বার্থে মোবাইল ব্যবহার বন্ধ করতে হবে। নামাযের মধ্যে ইমাম সাহেবের কুরআন তেলাওয়াতের প্রতি লক্ষ্য রাখতে হবে। ইমাম সাহেব যা তেলাওয়াত করছেন সেগুলোর অর্থ বুঝার চেষ্টা করতে হবে। এর জন্য প্রয়োজন নিয়মিত কুরআন তেলাওয়াত করা এবং তেলাওয়াতকৃত আয়াতের অর্থ ভালো করে পড়া। সর্বশেষ সকল পাপ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তায়ালার কাছে দুআ করা। এগুলো যথাযথ করতে থাকুন, ইনশাআল্লাহ এই সমস্যা আর থাকবে না।