As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6800

বিবাহ-তালাক

প্রকাশকাল: 19 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

আমি আনুমানিক ২.৫ বছর পূর্বে আল্লাহর সন্তুষ্টির জন্য বিবাহ করেছিলাম।কিন্তু আমার পরিবার বিবাহ তে নারাজ ছিল।আমার মা ও মামা গেছিলেন শুধু বিবাহ তে। তাদের নারাজ থাকার কারন—মেয়ের পিতার আতিথিয়েতা না করা ও মেয়েকে তেমন কিছু না দেওয়া।ত তারপরেও আল্লাহর ইচ্ছায় বিবাহ হয়ে গেল আর আমরা আলহামদুলিল্লাহ সুখেই সংসার জীবন পার করছিলাম দুজনে। কিন্তু সম্প্রতি আমার পিতা মাতা অনেক জোরাজোরি করছে এই জন্য যে হয় মেয়ের বাসা থেকে ( দাওয়াত+ গহনা সম্পুর্ন)  দিতে হবে না হয় মেয়েকে ছেড়ে দিতে হবে।

তা না হলে পিতা মাতার সাথে জিবনকার মতো সম্পর্ক ছিন্ন করতে হবে।

আর মেয়ের বাসা থেকে বলছে তারা দাওয়াত বা কিছুই দিতে পারবে না।

বিদ্র::: আমি আমার স্ত্রী কে নিয়ে আলাদা বাসায় থাকি।সুখে দুঃখে দুজন দুজনার সাথে পরামর্শ করে জীবন পার করছি আল্লাহর কাছে সবর ও দুয়ার মাধ্যমে।মহান আল্লাহ তায়ালা, আমাদের প্রিয় নবি হজরত মুহাম্মদ সাঃ, নবিগন , ফেরেস্তাগন তাদের পরেই আমি আমার পিতা মাতা ও স্ত্রী কে ভালো বাসি।

কিন্তু সম্প্রতি পিতামাতাকে শান্তনা দেবার জন্য   আমি আমার স্ত্রী কে বলি যে পিতা মাতা তো অনেক জোরাজুরি করেছে,উনাদের কোর্ট বা কাজির কাছ থেকে একটা কাগজ( ডিভোর্স এর) তৈরি করে তাদের দেখায় যে,আমাদের আর কোন সম্পর্ক নাই।পরে আস্তে ধিরে তাদের বুঝাব।বিষয় টা আমাদের একজন দিনি ভাই কে বলেছিলাম আর কাজি সাহেব কে বলেছিলাম যে আমরা একটা কাগজ করতে চাচ্ছি জেইটা বাপ মা কে দেখাব যে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সম্পর্ক থাকবে।

তারপর আমি আর আমার স্ত্রী  কোর্টের সামনে কাজি অফিসে গিয়ে কাজিকে বলি যে,কাজি সাহেব আমাদের এমন একটা কাগজ তৈরি করে দিন জেইটাতে আমাদের সম্পর্ক ভাংবে না,কিন্তু পরিবার কে শান্তনা দিতে পারব।উনি তখন আমাদের বলে যে তাহলে কোর্ট তালাক দেন এতে সমস্যা নাই আপনি ত শুধু কাগজ দেখাবেন বাসায়।তারপরে আমি কাজির সাথে গিয়েছিলাম উনি একটা পেপার লিখে দিল কম্পিউটার থেকে

আর বিভিন্ন ব্যাক্তির সই + আমার সই নিয়ে বলল এই কাগজ টা শুধু বাসায় দেখালে হবে। আমি কাগজ টা নিয়ে বাসায় এক পলক দেখায় আর তখন তারা মেনে নেই যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। কাগজ এ তিন তালাক মানে বাইন তালাক এর কথা লিখা আছে।

বিদ্র::::এই কাজ টা আমাদের সম্পুর্নই অভিনয় ছিল বাসায় বুঝানোর জন্য। আমার স্ত্রী আলহামদুলিল্লাহ পরিপূর্ণ দিন মানে এবং আমি পুরো পুরি তার উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ।

আমরা চেস্টা করি আমাদের দুজনের এই দুনিয়ার জীবন শরিয়তের আলোকে চালানোর জন্য।

ত এই বিষয় টা আমাদের জেই দিনি ভাইয়ের সাথে পরামর্শ করেছিলাম উনি তখন আমাদের বলে যে এই বেপার টা নিয়ে সম্মানিত মুফতি সাহবের সাথে পরামর্শ করবার জন্য।

তখন আমাদের মাথায় আসে যে আমরা বড় বিপদে পড়েছি।ঘটনাটা ৫/৬ দিন আগের আর এর ভিতর স্ত্রীর সাথে কোন ধরনের শারিরীক সম্পর্ক হইনি।

আমরা দুজন দুজনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো বাসি অনেক।এখন আমাদের সব কিছু এলো মেলো হয়ে গেছে।

তাই সম্মানিত মুফতি সাহেবগনের কাছে আমাদের প্রশ্ন হল তালাকের এই কাগজ টার কারনে কি আমাদের দুজনার সম্পর্ক ঠিক আছে এখনো নাকি বিচ্ছেদ হয়ে গেছে?

বিদ্র::::আমরা মৌখিক ভাবে বা মজার ছলেও কখনো তালাক দিলাম বা এই শব্দটাও উচ্চারণ করিনি।

আর উক্ত ঘটনার সাক্ষি আমাদের দিনি ভাই+ কাজি।

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি মুথে তালাক না দিয়ে থাকেন আর কাগজে স্বাক্ষর করার সময় বা লেখার সময় তালাকের নিয়ত না থাকে তাহলে তালাক হয় নি, আপনারা স্বামী-স্ত্রী হিসেবে আছেন। তবে আপনাদের বিবাহ প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপগুলো খুবই অবিবেচনাপ্রসূত হয়েছে। আপাতত সংসার করে গেলেও এভাবে কতো দিন সংসার টিকিয়ে রাখতে পারবেন তা নিয়ে কথা থেকে যায়। তারা জানে ডিভোর্স তাহলে পরে কীভবে তাদেরকে বিয়ের কথা জানাবেন, মানাবেন? অভিভাবকদের কথার বাইরে গিয়ে বিবাহ করা ঠিক হয় নি। এরপর যখন বিয়ে করলেনই তখন আবার তাদের কথা মতো তালাক বা অভিনয় করার দিকে কেন যাবেন? সবকিছু এতো হালকা করে নিবেন না।