As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6798

যাকাত

প্রকাশকাল: 18 Mar 2024

প্রশ্ন

টাকার পরিমাণ হিসেবে কতো টাকা থাকলে যাকাত দিতে হবে? মোটরসাইকেল, জমি, বাড়ি এগুলো কি যাকাতের আওতায় পড়বে??

২) যেই টাকা আমার কাছে থাকবে সেটা কি ১ বছর থাকা লাগবে? মানে এর আগে নেসাবের টাকা কমে গেলে কি যাকাত দিতে হবেনা??

উত্তর

মোটরসাইকেল, জমি, বাড়ি এগুলো জাকাতের আওতায় পড়বে না। সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন তোলা রোপার মূল্য সমপরিমাণ টাকা মালিকানায় আসার এক বছর পর যাকাত আদায় ফরজ হবে। স্বর্ণ-রোপ্যের মূল্যের তারতম্যের কারণে টাকা কম-বেশী হয়। ২। জ্বী, নেসাব পরিমাণ টাকা এক বছর থাকা লাগবে, এক বছরের আগে কমে গেলে যাকাত আদায় করতে হবে না। তবে বছরের মাঝে যদি কমে যায়, আবার বছর শেষে পূর্ণ হয়ে যায় তাহলে যাকাত আদায় করতে হবে।