As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6797

সালাত

প্রকাশকাল: 18 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সম্মানিত শায়েখ আল্লাহ আপনার ভাল করুন। আমার প্রশ্ন হল আমি জানতে পারলাম যে সালাতে সালাম ফিরোনোর পূর্বে দোয়া কবুল হয় তাই আমি প্রত্যেক সালাতে সালাম ফিরানোর পূর্বে আরবী দোয়া গুলি করি রাব্বীর হামহুমা ,রাব্বী হাবলী মিনাসসয়ালীহীন ,রাব্বানা হাবলানা ইত্যাদি দোয়া করে সলাম ফিরাই। এভাবে সালাতে দোয়া করা যায় কি এবং আমার সালাত হয় কি।এটি সুন্নত সালাত এবং ফরজ সালাতে ইমাম সাহেব সালাম ফিরানো বিলম্ব হলে উপরিউক্ত দোয়াগুলি করি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এভাবে দুআ করতে কোন সমস্যা নেই। সালাতের কোন ক্ষতি হবে না। সালাম ফিরানোর পূর্বে একাধিক দুআ করা যায়।