As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6795

হালাল হারাম

প্রকাশকাল: 18 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

আমি আইন বিভাগ থেকে আমার পড়াশোনা শেষ করেছি।সাধারনত আইন বিভাগ থেকে পড়াশোনা করে সবার লক্ষ্য থাকে বিচারক হওয়া। কিন্তু সূরা মায়িদার ৪৪,৪৫ ও ৪৭ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বলেছন যারা আমার আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা কাফের এবং একই সাথে তাদের ফাসেক ও জালেম বলেও অভিহিত করেছেন।

আমাদের দেশের প্রচলিত আইনের বেশিরভাগই কুরআন সুন্নাহর বিপরীত। এক্ষেত্রে হুকুম কি?

জাজাকাল্লাহ খইরন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন দ্বারা বিচার করতে হলে বিচারক হওয়া জায়েজ হবে না। যারা করবে তারা বড় গুনাহে জড়িত।