As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6777

জায়েয

প্রকাশকাল: 14 Mar 2024

প্রশ্ন

আমার এক খালাতো বোনের বিয়ে হয়েছে নতুন। কিন্তু তার ননদের স্বামী তাকে খারাপ ভাবে শরীরের বিভিন্ন যায়গায় টাচ করে, জড়িয়ে ধরে আরো খারাপ কিছু করে। সে নিষেধ করার পরেও তার সাথে এমন করে। তার স্বামীকে সে জানিয়েছে কিন্তু সম্পর্ক নষ্টের ভয়ে তার স্বামী তার দুলাভাই কে কিছু বলেনা ৷  এখন আপু মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সুইসাইড করতেও চায় মাঝে মাঝে।  এমন অবস্থায় তার করণীয় কি হতে পারে যদি একটু পরামর্শ দিতেন উপকার হইতো শায়েখ।

উত্তর

বিয়ের আগে পর্দার পরিবেশ নিশ্চিত হওয়ার পর বিয়েতে রাজী হতে হবে মেয়েদের। মেয়েটি তার অভিভাবক তথা বাবা-মাকে বিষয়টি জানাতে পারে, তারা পারিবারিকভাবে সমাধান করবে। আর যদি ননদকে জানালে সমাধান সম্ভব হয় তাহলে ননদকে জানিয়ে সমাধান করতে পারে। এই মুহুর্তে তার উচিত হলো বাবার বাড়িতে চলে আসা এবং এর সমাধান না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে থাকা। যদি এই সমস্যার কোন সমাধান না হয় তাহলে এই স্বামীর কাছে থাকা যাবে না, বিচ্ছেদের দিকে যেতে হবে। সুসাইড কোন সমাধান নয়, আপনার সার্বক্ষনিক তার পাশে থাকবেন।