প্রশ্ন ১, শরিয়া ভিত্তিক ব্যাংকে আমার ২২ লক্ষ টাকা লোন আছে , নগদ টাকা চল্লিশ লক্ষ টাকা আছে ডিপিএস একাউন্টে, আমি কত টাকার যাকাত দেবো।
প্রশ্ন ২, শশুর শাশুড়ি শালিকে যাকাত দেয়া যাবে কি, টাকার মালিক আমি কিন্তু স্ত্রীর নামে কিছু টাকা আছে, সেই টাকা থেকে শ্বশুর-শাশুড়িকে যাকাত দেয়া যাবে।