As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6773

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,  বিগত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

আমার প্রশ্ন হলো সালাতে শেষ বৈঠকে আমি তাশাহুদ,দুরুদ ও দোয়া মাছুরা পড়ার পর ইমাম সালাম ফিরাতে দেরী হলে আমি আরবি দোয়া যা কোরআন ও হাদীসে উল্লেখ আছে তা পড়ি যেমন রাব্বির হামহুমা,রাব্বি হাবলি,রাব্বান্না হাবলানা মিন আজওয়াজিনা ইত্যাদি । কারণ আমি জানতে পারলাম সালাতে সালাম ফেরানোর আগে দোয়া কবুল হয় তাই নিয়মিত পড়ি।সুন্নত ও নফল সালাতে আরো বেশি দোয়া পড়ি। সুন্নত ও নফল সালাতে সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি? যদি না করা যায় তাহলে সালাত ব্যতিত শুধু সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাতের মধ্যে, সাজদাতে আরবীতে দুআ করা ভালো। যে দুআ বাংলায় করবেন সেই দুআর অর্থ বিশিষ্ট আরবী দুআ মুখস্ত করে নিবেন। এটাই উত্তম। তবে অনেক আলেম মাতৃভাষায় দুআর অনুমতি দিয়েছেন। বিশেষ করে সুন্নাত ও নফল সালাতের মধ্যে। আমার পরামর্শ হলো আপনি দ্রুত আরবী দুআ মুখস্থ করার চেষ্টা করুন। মুখস্ত হওয়ার আগ পর্যন্ত বাংলায় দুআ করবেন।