আসসালামু আলাইকুম।
ওজু সম্পর্কিত কয়েকটি মাসআলা আমার জানা প্রয়োজন।
• পুকুরে ওজু করা যাবে কি? এখানে অনেকে একসাথে ওজু করে। কাউকে দেখা যায় পস্রাবের পর সরাসরি পুকরের পানি দিয়ে পরিষ্কার হচ্ছে। অনেকে পানিতে থুথু ও ফেলে দেয়।
• যদি না হয় তাহলে, অনেক সময় নতুন কোনো যায়গায় গেলে দেখা যায় সে মসজিদে শুধুমাত্র পুকুরের পানি দিয়েই অজু করতে হয় বিকল্প কোনো ওজুর ব্যাবস্থা নেই। এক্ষেত্রে করণীয় কি?
• বৃষ্টির পর পুকুরের পানি বেশ কালো হয়েছে তবে হাতে নিলে এবং কাছে গেলে অনেকটাই স্বচ্ছ ও পরিষ্কার দেখা যায়। এ পানিতে কি ওজু হবে?
• ওজু করতে করতে হাত শরীরের কাপড়ের মধ্যে লেগে হাতের কিছু অংশ শুকিয়ে যায়। এতে কি নতুন করে অজু করতে হবে? অনেক সময় অজু করতে গেলে অজুতে ভিজা কিছু স্থান শুকাতে শুরু করে এক্ষেত্রে কি পুনরায় অজু করতে হবে?
• ফরজ গোসলের পর গামছা দিয়ে শরীর মুছতে গিয়ে গোপনাঙ্গে অসাবধানতায় হাত স্পর্শ লেগে গেলে অজু কি ভেঙে যাবে?
জাজাকাল্লাহ খাইরান।