As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6767

নামায

প্রকাশকাল: 4 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ।  বিভিন্ন আলেমরা বিভিন্ন ফতোয়া দেন নামাজ সম্পর্কে। কেউ বলেন রাফাদুল ইয়াদাইন করতে হবে, কেউ বলে না করলেও হবে। কেউ বলে বুকে হাত বাধতে হবে,কেউ বলে নাভীর নিচে। কেউ বলে ইমামের পিছনে সূরা ফাতেহা পরতেই হবে, কেউ বলে না পড়লেও হবে,কেউ আঙুল তুলে রাখতে বলে কেউ বলে দরকার নাই। আমরা সাধারণ মুসলমান কি করবো?? এখন যদি আমি ৪ রাকাত নামাজে,২ রাকাত হানাফি মাযহাবে পড়ি এবং বাকি ২ রাকাত সালাফিদের মতো পড়ি তাহলে কি সমস্যা হবে? নাকি যে কোনো একটা মাজহাব অনুসরণ করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন একটার অনুস্বরণ করবেন। সাধারণ মানুষের জন্য নিরাপদ হল সকল মাসআলাতে যে কোন একটি মাজহাবের অনুস্বরণ করা।