As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6764

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটা প্রশ্ন সেটা হইল আমার কাছে কিছু যাকাতের টাকা হবে আমি চাচ্ছি যে যাকাতের এই টাকাটা দিয়ে একটা ফান্ড করব, যেই ফান্ড থেকে গরিব অসহায় মানুষকে টাকা ধার দিব তাদের সাধ্যমতো টাকা ধার পরিশোধ করবে কোন কিছুর বিনিময়ে না শুধু আসল টাকাটা পরিশোধ করবে, যদি সে টাকাটা পরিশোধ না করে তাকে আর কখনো ধার দিব না আমি কি যাকাতের এই টাকা দিয়ে এই কাজ করতে পারব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, যাকাতের টাকা দিয়ে ফান্ড করে ঋন দিলে যাকাত আদায় হবে না। যাকাতের টাকার মালিক বানিয়ে দিতে হবে। ফান্ড বানালে কেউ মালিক হবে না, তাই যাকাত আদায় হবে না।