আসসালামু আলাইকুম। বালেগ হওয়ার পর বেশ কিছু ফরজ রোজা নষ্ট হয়েছে। শরয়ী কোনো ওজর ছিল না। কাফফারা হিসেবে রোজা রাখার সামর্থ্য নেই। এখন মিসকিন খাওয়াতে হলে কতজন মিসকিন খাওয়াতে হবে? উল্লেখ্য, পর পর দুই রমাদানে এরকম রোজা নষ্ট হয়েছে, সঠিক সংখ্যা জানা নেই, তাই মোট ৬০ টি রোজারই কাফফারা আদায় করতে চাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন: যাদেরকে খাওয়াতে হবে, তাদের কি প্রাপ্তবয়স্ক হওয়া বাধ্যতামূলক? তৃতীয় প্রশ্ন: একই ব্যক্তিকে একাধিকবার খাওয়ানো যাবে কিনা? জাজাকাল্লাহু খাইরান