As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6762

রোজা

প্রকাশকাল: 2 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। বালেগ হওয়ার পর বেশ কিছু ফরজ রোজা নষ্ট হয়েছে। শরয়ী কোনো ওজর ছিল না। কাফফারা হিসেবে রোজা রাখার সামর্থ্য নেই। এখন মিসকিন খাওয়াতে হলে কতজন মিসকিন খাওয়াতে হবে? উল্লেখ্য, পর পর দুই রমাদানে এরকম রোজা নষ্ট হয়েছে, সঠিক সংখ্যা জানা নেই, তাই মোট ৬০ টি রোজারই কাফফারা আদায় করতে চাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন: যাদেরকে খাওয়াতে হবে, তাদের কি প্রাপ্তবয়স্ক হওয়া বাধ্যতামূলক? তৃতীয় প্রশ্ন: একই ব্যক্তিকে একাধিকবার খাওয়ানো যাবে কিনা? জাজাকাল্লাহু খাইরান

উত্তর

ওয়া আলাইকুুমস সালাম। রোজা রেখে ইচ্ছাকৃত রোজ নষ্ট করলে কাজা করার সাথে কাফফারা দিতে হয়ে।  এক রমজানের জন্য একটি কাফফারা যথেষ্ট। সুতরাং দুই রমজানের জন্য দুটি কাফফারা দিতে হবে। দুটি কাফফারা খাবার দিয়ে আদায় করলে ১২০ জন মিসকিনকে দুবেলা খাওয়াবে। প্রাপ্তবয়স্ক হওয়া জরুরী নয়। এক ব্যক্তিকে একাধিকবার খাওয়াতে সমস্যা নেই। কাফফারা আদায় করার সাথে সাথে যে রোজাগুলো নষ্ট করেছেন তার কাযাও করতে হবে। অর্থাৎ প্রতিটি নষ্ট করার রোজার পরিবর্তে একটি রোজা রাখতে হবে। উদহারণ হিসেবে যদি ১০ টি রোজা রাখার পর নষ্ট করেন তাহলে ১০ টি রোজা রাখতে হবে।