আমার প্রশ্ন হলো যদি মানুষকে সতর্ক করার জন্য কারো ব্যাপারে তার অগোচরে তার খারাপ দিকের সত্য প্রকাশ করা হয় তাহলে সেটা কি গীবত হবে? ধরুন বিয়ে-সাদীর ব্যাপারে যখন খোঁজ খবর করা হয় তখন কোন পুরুষ বা নারীর ব্যাপারে আমার জানা তার কোন খারাপ সত্য যদি তার অগোচরে আমি অন্যের কাছে প্রকাশ করি তাহলে সেটা গীবত হবে কি?