আসসালামুয়ালাইকুম
আমি ১৮ অক্টোবর ২০২২ স্ত্রীকে বিবাহ রেজিস্ট্রার অফিস হতে তালাক পাঠাই , কাগজে লেখা ছিলো তালাকে বাইন , পরবর্তিতে ২৫ জানুয়ারি ২০২৩ এ দুই পরিবারের উপস্থিতিতে রেজিষ্ট্রি অফিসে তালাক সম্পূর্ন হয়, এবং আমার তিন মাসের শিশু সন্তান মায়ের কাছেই থেকে যায়।
পরবর্তীতে ২৫ জুন ২০২৩ আমরা দুজন মেয়ের পিতার উপস্থিতিতে নতুন করে বিবাহ করি, এখন আমরা জানতে চাই আমাদের বর্তমান সম্পর্কটা হালাল আছে কি, সূরা বাকারার ২৩২ নং আয়াত হতে মনে হচ্ছে হালাল, তবুও নিশ্চিত হতে জানতে চাওয়া.