As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6748

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Feb 2024

প্রশ্ন

একজন সরকারি চাকরিজীবী তার পারিবারিক কারণে অবসর গ্রহণ করতে চাচ্ছেন। এখন তার কাছে দুটো অবস্থা আছে, যদি সে কোন শারীরিক অক্ষমতা দেখিয়ে অবসরে যান, তাহলে সে এককালীন কিছু টাকা এবং বাকি সময় পেনশন পাবেন । আর যদি সে অক্ষমতা না দেখাতে পারেন তাহলে সে এই টাকাগুলো আর পাবেন না তারা অর্থাৎ কোন ধরনের সুবিধা সে নিতে পারবে না । এখন তার জন্য কি কোন শারীরিক অক্ষমতা দেখিয়ে এককালীন টাকা এবং তার পেনশন নেওয়া জায়েজ হবে?

উত্তর

শারীরিক অক্ষমতা যদি না থাকে তাহলে ‘শারীরিক অক্ষমতা’ দেখিয়ে এই সুবিধা নেয়া যাবে না। ‘পারিবারিক কারণ’  শারীরিক অক্ষমতা নয়।