আসসালামু ওয়া আলাইকুম মুহতারাম।আমার বিয়ের সময় মেয়ে পক্ষ আমাকে কিছু করার জন্য ২.৫ লাখ টাকা দিবে বলে প্রতিশ্রুতি দেয় আমার ছোট থেকেই ইচ্ছে ছিলো যৌতুক নেবোনা কিন্তু মোহরানা আদায় করবো।
বিয়েটাতে রাজি ছিলামনা আমি হটাৎ কোন একদিন রাতে সবাই আমাকে বুঝালো কিভাবে যেন রাজিও হয়ে গেলাম ঐদিনই বিয়ে পড়ালো তখন আমার শশুর বললো তুমি কত কাবিন করতে চাও সেটাই করো আমি যা দিতে চাইছি এমনেই দিবো কিন্তু চক্ষু লজ্জার জন্য সেই দিন বলেছিলাম যেহেতু আপনি ২.৫ লাখ টাকা দিবেন সেহেতু ৩.৫ লাখ কাবিন করেন। তার পর থকে এখন পর্যন্ত কোন টাকা আমি নেই নাই কেননা নিজের কাছে নিজেকে দোষী মনে হয় মনে হয় আল্লাহর কাছে কি জবাব দিবো এখন প্রশ্ন হলো যেহেতু ঐদিন আমার শশুর কে বলেছিলাম “আপনি যেহেতু ২.৫ লাখ দিবেন তাই ৩.৫ লাখ কাবিন করেন এখন তো টাকাটা নেই নাই তাহলে কি মোহরের জন্য আমাকে পুরো ৩.৫ লাখ ই পরিশোধ করতে হবে নাকি ১ লাখ করলেই হবে।
যেহেতু বর্তমান সময় অনেক খারাপ আমি যদি পুরো কাবিনের টাকা টা পরিশোধ করি আল্লাহ না করুক যদি কখনো আমাদের মধ্যে ডিবোর্স হয় বা পুনরায় যদি আবার ৩.৫ লাখ দাবি করে এ ক্ষেত্রে এখন আমার করণীয় কি.
আমি মন থেকে চাচ্ছি মোহরের সমুদয় টাকা পরিশোধ করতে।