As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6729

হালাল হারাম

প্রকাশকাল: 17 Feb 2024

প্রশ্ন

আসসাামুআলাইকুম প্রিয় শায়েখ । শায়েখ মেয়েদের নাভি ফোঁড়ানো কি জায়েজ আছে ?
শায়েখ উত্তরটা খুব জানার দরকার দোয়া করি উত্তর টা দিলে খুবই উপকৃত হবো।

উত্তর

অলঙ্কার ব্যবহারের উদ্দেশ্যে নারীদের নাক, কান ফোঁড়ানো জায়েজ। কিন্তু এটি শরিয়তের কোনো বাধ্যতামূলক হুকুম নয়। সুতরাং কোনো নারী নাক, কান না ফোঁড়ালে তার কোনো গুনাহ হবে না এবং এ কারণে আখিরাতে তাকে শাস্তিও পেতে হবে না। তবে বর্তমানে আরো কিছু কিছু অঙ্গে অলঙ্কার ব্যবহার করতে দেখা যায়, যেমন : ঠোঁট, চোখ, নাভি, জিহ্বা ইত্যাদি। এসব স্থানে অলঙ্কার ব্যবহার করা অপসংস্কৃতি ও উগ্রতার বহিঃপ্রকাশ। তাই এসব স্থান ফোঁড়ানো এবং অলংকার ব্যবহার শরীয়ত অনুমোদিত নয়।