As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6728

জায়েয

প্রকাশকাল: 17 Feb 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,  আমার একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ছিল,  যে আমি বিবাহ করেছি প্রায় ৫ বছর।  তো আমাদের কোন সন্তান হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোন লাভ হয়নি তবে আমি এক ডাক্তারের কাছে পরামর্শ করি ইদানিং। তারা আমাকে একটা সাজেশন করেছে যে আমার সিমেন(শুক্রাণু)  নিয়ে আমার ওয়াইফের যোনীপথে চিকন পাইপ দিয়ে ডিম্বানুর কাছে  পৌঁছে দিবে, এতে নাকি সন্তান এবং তার যে প্রব্লেম গুলো আছে তা ইংশা আল্লাহ সমাধান হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হল তা কি ইসলামি শরিয়ত মোতাবেক যায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই পদ্ধিতির নাম টেস্টটিউব।  টেস্টটিউবে বাচ্চা জন্ম দেয়ার একটি পদ্ধতি জায়েজ। সেটা হলো  স্বামীর শুক্রানু স্ত্রীর জরায়ুতে স্থাপন করে বাচ্চা নেয়া। সুতরাং আপনার শুক্রানু যদি আপনার স্ত্রীর জরায়ুতে স্থাপন করে তাহলে এটা জায়েজ।