As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6719

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 6 Feb 2024

প্রশ্ন

আমরা সবাই জানি বা দেখি বাংলাদেশে জানাযা নামাজ শেষ হওয়ার পরে আমরা দুনদিকে সালাম ফিরায়। আমি বর্তমানে সৌদি আরব থাকি এইখানে মক্কা মদিনা থেকে শুরু করে সব জায়গায় দেখি শুধু ডান দিকে সালাম ফেরানো হয়। এর পর এইটা লক্ষ করার পর আমি ইউটিউব সার্চ দিয়ে দেখি কুরানের নিয়ম অনুযায়ী একদিকে ফেরানো হয়। তো আমার প্রশ্ন হলো কোনটা সঠিক?

উত্তর

জানাযার সময় সালাম কিভাব ফিরাতে হবে এর কোন নিয়ম কুরআনে নেই। হানাফী ও শাফেয়ী মাজহাবের ফকীহগণ বলেছেন, জানাযার সালাতে অন্যান্য সালাতের মতই দুই দিকে সালাম ফিরাবে। অন্যান্য ফকীহগণ বলেছেন, এক দিকে সালাম ফিরাতে হবে। সুতরাং একটি সঠিক আর অন্যটি সঠিক নয় বিষয়টি এমন নয়, বিষয়টি মতভেদপূর্ণ। সাধারণ মানুষের জন্য করণীয় হলো ইমাম সাহেব যেভাবে আমল করে সেভাবে আমল করা। ইমাম সাহেব একদিকে সালাম ফিরালে মুক্তাদিও একদিকে সালাম ফিরাবে, ইমাম সাহেব দুদিকে ফিরালে মুক্তাদিও দুুদিকে ফেরাবে। দলীলসহ বিস্তারিত জানতে