শ্রদ্ধেয় মুহতারাম…
আস-সালামু আলাইকুম।
আমি কম্পিউটারে কম্পোজ, অনলাইন এবং ছবির কাজ করি। আমাদের দোকানে সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করতে লোক আসে এবং যে কোন সার্টিফিকেট বা ডকুমেন্টের তথ্য এডিট করে অন্য তথ্য বসানোর জন্য কাজ আসে। এছাড়া কিছুদিন ধরে দেখতে পারছি যে, আমার মত কিছু দোকানদার এলাকার কিছু অফিস ম্যানেজ করে ফেলেছে অফিসের লোক এবং কিছু দালাল দিয়ে যার কারণে ঔ অফিসের বেশিরভাগ কাজ তারাই পায়। উক্ত দোকানদারগণ অফিসের লোক এবং দালালদের সুবিধা প্রদান করে। আমি নিজে এটা দেখে ঔ একই কাজ করা শুরু করলে আমি খেয়াল করি যে, এর কারণে বাজার নিয়ন্ত্রন করা হয়, অন্য দোকানদারগণ কাস্টমার পাওয়া থেকে বঞ্চিত হয়, অফিসের লোক এবং দালালদের আয়ের কিছু অংশ দেয়ার কারণে কাস্টমারের ব্যয় বেশি হয়ে যায়। এই বিষয়টি হারাম বুঝতে পেরে আমি এভাবে কাজ করা বাদ দেই। এতে আমার আয় একেবারেই কমে যায়।
এমতাবস্থায় সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন, ডকুমেন্টের তথ্য এডিট করা এবং অফিস, অফিসের লোক এবং দালাল দিয়ে বা অন্য মাধ্যমে অফিস ম্যানেজ করে উপরোক্ত মাধ্যমে আয় করা হালাল হবে কিনা?