As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 670

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 30 Nov 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, মুহতারামের কাছে আমার প্রশ্ন, আমার এলাকার তাবলিগ ভায়েরা তাবলিগে যাওয়ার জন্য আমাকে অনেক উৎসাহ দেয় এবং আমি অনেকবার তাদের সাথে ৩দিনের তাবলিগে গিয়েছিলাম….এখন তারা আমাকে ৪০ দিনের জন্য অনেক উৎসাহ দিচ্ছে …কিন্তু আমি দেখেছি তারা অনেক জাল ও জয়ীফ হাদিসের উপর আমল করে এবং সেগুলো বলে দাওয়াত দেয়। এমত অবস্থায় কি আমি তাবলিগে যাব? মুহতারাম আমাকে একটু বুজিয়ে বলবেন কারন আমি আপনের কিছু বক্তব্য শুনার পরে কিছু কিছু গুমরাহী থেকে ফিরে এসেছি। সবই আল্লাহর ইচ্ছা তাই আপনের উপর আমার আস্থা আছে আশা করি আপনি এখন আমাকে কিছু ভাল পরামর্শ দেবেন….

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি হয়তো জানেন স্যার ইন্তকাল করেছেন। এসব ক্ষেত্রে স্যারের বক্তব্য ছিল এরকম যে, আপনি যেতে পারেন তবে জাল-যইফ থেকে আপনি বেচেঁ থাকবেন। মুমিনেন দায়িত্ব হলো সর্বাবস্থায় মানুষকে আল্লাহর পথে আহ্ববান করা। তবে এটা একটা পদ্ধতি মাত্র। আপনি যেতে পারেন।