As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 67

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Apr 2006

প্রশ্ন

স্যার সালাম নিবেন,আশাকরি ভাল আছেন। আমার একটা প্রশ্ন জন্মদিন পালন নিয়ে ইসলামের আসল সমাধান টা কি? আমি বিব্রতবধ করি জখন সকালে উঠে দেখি আমার মোবাইলে শুভ জন্মদিন বলে একাধিক মে-সেজ / -ফেসবুক খুলে দেখি ১২৯টারও বেশি । আমি কি করব বুঝতে পারছিনা? তাদের এই শুভকামনার জবাবই বা কি দিবো?বৈধ উপায়ে পালনের সুযোগ আছে কি-না? যেমন অনেকে বই উপহার দেয়, আবার অনেকে দোয়া করে ইত্যাদি জানালে খুশি হব। ।

উত্তর

জন্মদিন পালন করা ইসলামে জায়েজ নেই। কোন সাহাবী, তাবেঈ কিংবা তাবে তাবেঈ কারো জন্মদিন পালন করেননি । সুতরাং কাউকে কিছু হাদিয়া দিয়ে কিংব অন্য কোন উপায়ে জন্মদিন পালন করা যাবে না।