As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6699

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 Jan 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। খিমার পরলে কপাল ঢাকা থাকে। এই অবস্থায় সিজদাহ দিলে কি সিজদাহ্ শুদ্ধ হবে? নাকি কপালের চামড়া জায়নামাযে স্পর্শ করতে হবে??? অনুগ্রহ করে উত্তর টা জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কপাল ঢাকা থাকলেও সাজদা সহীহ হবে। চামড়া জায়নামায স্পর্শ করা জরুরী নয়।