As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6686

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Jan 2024

প্রশ্ন

আমি অসুস্থ, নিচে বসে সেজদা করতে পারিনা। চেয়ারে বসে নামাজ আদায় করি, এখন সেজদা নিচে না দিলে নামাজ পড়লে কী নামাজ হবে না?

উত্তর

যদি মাটিতে সাজদা দিতে না পারেন তাহলে ইশারায় আপনাকে নামায আদায় করতে হবে। রুকুর চেয়ে সাজাদার সময় মাথা একটু বেশী নীচু করবেন। আর যদি মাটিতে বসতে পারেন তাহলে চেয়ারে বসার দরকার নেই। মাটিতেও যদি বসতে না পারেন তাহলে চেয়ারে বসবেন।