As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6680

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। শায়েখ আমার একটা প্রশ্ন ছিল যথাঃ- আমি মোটামুটি কোরআন ও হাদিস চর্চা করার চেষ্টা করি। আমি গত ২ বছর হয়েছে একটা ছোট কোম্পানী চাকরি করি সামন্য বেতনে । আমি গত ১১ মাস হয়েছে  বিবাহ বন্ধনে আবব্ধ হয়েছি। আমি বিবাহ বন্ধনে আবব্ধ হওয়াতেই অনেক টাকা ধার দেনা হয়েছি। আমি আমার স্ত্রী নিয়ে ঢাকাতেই বর্তমানে অবস্থান করছি। সবমিলে মাসে  যা বেতন আসে প্রতিমাসে আমার দেনা পরিশোধ, ঢাকায় থাকা খরচ মিলে কোনো টাকা অবশিষ্ঠ থাকেনা। আমি আমি অতিরিক্ত দেনা পরিশোধ করার কারণে এই মহুর্তে আমার বাব-মায়ের কিছু টাকা খরচ দিতে পারিনা । আমার খুবই কষ্ট হয় তাদের কিছু টাকা না দিতে পারাই। শায়েখ আমি সারাজীবন এনজিও থেকে সুদি লোন নেওয়ার বিপক্ষে কথা বলে আসতাম সবাইকে। আমার বাবার কিছু পুরাতন দেনা আছে । আমাদের এলেকাতে বার্ষিক হালখাতা হয় । সেই হালখাতাই টাকা শোধ না করলে পাওয়ানাদার নানাভাবে অপমান , গালি গালাজ ও মারধর করে সেইভয়ে আমার বাবা গত 20 দিন হয়েছে আমার বাবা-মা এনজিও থেকে কিছু টাকা সুদি লোন নিয়েছে আমাকে না জানিয়ে। (উল্লেখ্য আমি তাকে কোনো সাপোর্ট  দিতে পারি নাই, আবার আমার বাবাও কোথাও কোনো টাকা ধার পাই নাই, বাধ্য হয়ে আমার বাবা-মা এইকাজ করছে) বাবা-মা  জানে তাদের ছেলে যদি জানতে পারে তাহলে বকা দিবে । এইজন্য আমার বাবা-মা আমাকে না জানিয়ে সুদি লোন নিয়েছে । আমি জানতে পারি 20 দিনপর। জানার পর আমি খুবই কষ্ট পেয়েছি। আমি বাবা-মার সাথে একারণে গত দুইদিন ধরে কথা বলিনাই। এখন এইমহুর্তে  বাবার এই লোন পরিশোধ করার সক্ষমতা আমার ও আমার বাবার নেই। সেটা আরো সময় লাগবে। শায়েখ  আমি মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে আছি। শায়েখ এখন আমি এবং আমার বাবা-মা কি করতে পারি? এই জঘন্য কাজ থেকে কিভাবে রক্ষা পেতে পারি? শায়েখ যদি আমাকে ও আমার বাবা-মাকে যদি সুন্দর পরামর্শ দিতেন খুবই উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার স্ত্রীকে আপনার বাসায় অথবা শ্বশুরবাড়ী কয়েক মাস রেখে আসুন। ঢাকায় একা থাকুন। এতে খরচ অনেক কমে যাবে। ঋনের টাকা পরিষোধ করা আপনার জন্য সহজ হবে। ঋন শোধ হওয়ার পর আবার ঢাকায় নিয়ে আসবেন। এতটুুকু কষ্ট আপনাদের করতে হবে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য। এছাড়া শুধু মনে মনে কষ্ট পেয়ে সমস্যার সমাধাণ হবে না।