As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6668

সালাত

প্রকাশকাল: 16 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ। একজন আলেমের পোস্ট পড়ে জানতে পারি, অজুর পর ছোট বাচ্চার গুপ্তাংগ স্পর্শ করলে অজু ভেংগে যায়। বড়দের ক্ষেত্রে জানা ছিল, প্রশ্ন হচ্ছে ১০ মাসের ছেলে বাচ্চাকে অজুর পর মল-মুত্র পরিস্কার করলেও স্পর্শ করা লাগে মাঝে মাঝে। এক্ষেত্রে কি ওই নামাজটা বাতিল হয়ে যাবে?? আর বাতিল হয়ে গেলে কাজা কি আদায় করা লাগবে? ইসলামে এটার বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  অধিকতর বিশুদ্ধ মত হলো ছোট বড় কারো গুপ্তাঙ্গ স্পর্শ করলেই অজু ভাঙবে না। সুতরাং ছোট বাচ্চাকে পরিস্কার করার কারণে নতুন করে ওযু করতে হবে না।