অনিচ্ছাকৃত ভাবে প্রসাব বের হয়ে কাপড়ে লেগেছে, সেই কাপড় পড়ে কি নামাজ আদায় হবে? এমন জায়গায় হয়েছে সেখানে অন্য কোন কাপড় নেই।
উত্তর
কাপড়ের তো বর্তমানে কোথাও অভাব থাকার কথা নয়। বাজারে, প্রত্যেক বাসা বাড়িতে প্রচুর পরিমান কাপড় পাওয়া যায়। নামায পড়ার মত কাপড় জোগাড় করা অসম্ভব হওয়ার কথা নয়।
দ্বিতীয়ত যেখানে পেশাব লেগেছে সে জায়গাটুকু ধুয়ে নিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।
যদি কোনভাবেই ঐ নাপাক কাপড় ছাড়া অন্য কোন পবিত্র কাপড়ের ব্যবস্থা না থাকে তাহলে নাপাক কাপড়েই নামায আদায় করবে। এটাই বিশুদ্ধতম মত।
যদি পরবর্তীতে পবিত্র কাপড় পায় তাহলে ঐ নামায পূনরায় পড়লে সেটা হবে সবচেয়ে উত্তম। বিস্তারিত জানতে আরো জানতে