২। আমাদের গ্রামের এক লোক বলে বরিশাল আল্লাহ নাই সে আরো একটা দলের নাম নিয়া আল্লাহর চাইতে সেই দলের শক্তি বেশি, তারপর সে গোসলে নামলে বলে হরি নাম যবতে যবতে একটা ডুব দেই এখন তার কি ঈমান আছে আর তার পিছনে কি নামায হবে?
উত্তর
১। স্বামীর নাম ধরে ডাকলে সেটা নাজায়েজ হবে না, গুনাহ হবে না। তবে মুসলিম সমাজে এর প্রচলন আগেও ছিল না, এখনো ধার্মিক সমাজে এমন প্রচলন নেই। এটা মুসলিম কালচার নয়, বিধর্মীদের কালচার।
২। না, ঐ ব্যক্তি এখন আর মুসলিম নন, তার ঈমান নেই। সুতরাং তার পিছনে নামায পড়া যাবে না, তার পিছনে নামায বৈধ হবে না।