As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6645

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি এক সুদি ব্যাংকে অনেক দিন চাকরি করেছি। প্রায় ১৪ বছর। কিছুদিন আগে চাকরি টা আমি ছেড়ে দিয়েছি পরিপূর্ণ ভাবে ইসলামের পথে আসার জন্য। আমি হালাল উপায়ে উপার্জন করতে চাই। বেশ কিছু টাকা আমার প্রভিডেন্ট ফান্ডে জমা আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি কি এই টাকা ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারবো? এটা কি আমার জন্য জায়েয হবে? উল্লেখ্য,  আমার আর কোন আলাদা ফান্ড নাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই টাকা থেকে আপাতত ততটুকু টাকা রাখতে পারবেন যা বর্তমানে আপনার সংসার চালানোর জন্য খুব জরুরী। বাকী টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরীব মানুষদেরকে দিয়ে দিবেন।  বড় ব্যবসার জন্য অনেক টাকা রাখতে পারবেন না। এরপর আল্লাহ তায়ালা যদি তাওফিক দান করেন তাহলে যতটুকু টাকা রেখেছিলেন সেগুলোও গরীব মানুষদেরকে দিয়ে দিবেন।