আস-সালামু আলাইকুম। স্যার, আমি একটা চুল কোম্পানিতে চাকরি করে সেখানে আমার কাজে কোন মহাজন কত কেজি চুল আনলো সেগুলো লেখা এবং পরবর্তীতে সেগুলা শ্রমিকের মাধ্যমে প্রসেসিং বাই প্রসেসিং অনুযায়ী কাজে করে নেওয়া এবং কাজ শেষে খাতায় লিপিবদ্ধ করা। এখন উক্ত কাজে উপার্জিত অর্থ হালাল হিসাবে গণ্য হবে নাকি হারাম হিসাবে গণ্য হবে।