আমি একজন আইন বিভাগের শিক্ষার্থী, আমার বিয়ে হয়েছে। চার মাস আগে আকদ হয়েছে। আমি এখনো আমার শ্বশুর বাড়িতে যাইনি, আমাকে এখনো উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি। গত চার মাসের মধ্যে আমার স্বামীর সাথে আমি কথোপকথনে বুঝতে পেরেছি তার সমস্যা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে
১. সে নামাজ পড়ে না এবং সে দ্বীনদার না।
২. আমি ছাড়া অধিক মেয়ের প্রতি আগ্রহ রয়েছে,
৩. সে আমাকে অসম্মান করে কথা বলে,
৪. সে ভুল করলেও সে কখনো অনুতপ্ত হয় না,
আমি যেভাবে তার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, সে আমার সাথে কথা বা দেখা করতে চায় না, আজকের দুই সপ্তাহ পর্যন্ত সে আমার সাথে কখনো যোগাযোগ করেনি।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি তার সাথে সংসার করবো বা তার সাথে তাদের বাসায় যাব নাকি বিচ্ছেদ করার চেষ্টা করব? ইসলাম এ বিষয়ে কি বলে?