ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে আছে, আবু রফা বলেন, رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَذَّنَ فِى أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِىٍّ – حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ – بِالصَّلاَةِ. অর্থ: আমি রাসূলুল্লাহ সা. কে দেখলাম হুসাইনের কানে আযান দিচ্ছে, যখন ফাতেমা রা. তাকে জন্মদেন। সুনানু আবু দাউদ, হাদীসনং৫১০৭ ; সুনানু তিরমিযী, হাদীস নং১৫১৪। ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ। শায়খ আলবানী বলেছেন হাসান। সুতরাং আযান দেয়া সুন্নাত। তবে ইকামতের কথা সহীহ হাদীসে উ্ল্লেখ নেই।