As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6617

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে মেয়েরা  আল্লাহর নেয়ামত।  আমি জানতে চাই তাহলে কি ছেলে সন্তান আল্লাহ্ নেয়ামত না।

উত্তর

ওয়া আলাইকুুমস সালাম। ছেলে-মেয়ে, স্ত্রী, বাবা-মা সবাই আল্লাহর নিয়ামত। আমাদের উচিত নিয়ামতের কদর করা। ছেলে-মেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। কুরআন-সুন্নাহর ভালোবাসা তাদের হৃদয়ে গেঁথে দেওয়ার ব্যবস্থা করা। যদি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে তখন সেগুলো নিয়ামত হবে। আর যদি যোগ্য করে গড় তুলতে না পারেন তাহলে নিয়ামত হয়ে যাবে গজব।